কালাইয়ে শারদিয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা।
শ্রী রামবাবু বর্মন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০ শে সেপ্টেম্বর ২০২৪ সোমবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে আসন্ন শারদিয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায়
উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ এর সভাপতি ও সেক্রেটারি বক্তব্য রাখেন এছাড়াও কালাই থানা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, থানা জামাতের আমির আব্দুর রউফ ও থানা জামাতের সেক্রেটারি প্রভাষক আব্দুল আলিম, নায়েবে আমির অধ্যক্ষ তাইফুল ইসলাম কিতা ও কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি লুৎফা রহমান প্রমুখ। এ সময় অত্র কালাই পৌরসহ ৫ ইউনিয়নের পূজা মন্ডপ এর সভাপতি , সাধারণ সম্পাদক। আসন্ন শারদিয় দুর্গা পূজা উদযাপন প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন। সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সুন্দরও সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে পূজা উদযাপনের পরামর্শ দেন এছাড়াও তিনি যেকোনো সমস্যার সম্মুখীন হবার আগে খবর দিয়ে সহযোগিতার কথা বলিয়ে সভা শেষ করেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.