নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় ১৯ কুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রাস্তা সংস্কার করা হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের জোঁকাহাট-বটতলী- বনকুড়া পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক সংস্কার করা হয়।
এসময় বিষ্ণপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজেম উদ্দিন, বর্তমান চেয়ারম্যান এস.এম গোলাম আজম, অধ্যক্ষ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান,উপাধ্যক্ষ রাজু আহমেদ,প্রফেসর আশরাফুল ইসলাম রফিক, সিনিয়র সহকারি শিক্ষক আব্দুল জলিল, বিশিষ্ট ব্যাবসায়ী মোজাম্মেল হক,সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম, সংগঠনের সভাপতি মাসুদ রানা (সিহাব), সহ-সভাপতি জাহিদ হাসান,সাংগঠনিক সম্পাদক আফতাব হোসেন,প্রচার সম্পাদক হাসিবুল হাসান,দপ্তর সম্পাদক নাঈম হোসেন,শিক্ষা বিষয়ক সম্পাদক মাহবুর হোসেন, যুগ্ম- সাধারণ সম্পাদক কাউছার হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক তুহিন হোসেন,দূর্যোগ বিষয়ক সম্পাদক মেহেদি হাসান মিঠু, সহ-দূর্যোগ বিষয়ক সম্পাদক সবুজ হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন সংস্কার কাজে স্বেচ্ছায় অংশগ্রহন করেন।
১৯ কুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, আমাদের এই সংগঠন একটা স্বেচ্ছাসেবী, উন্নয়ন মূলক সংগঠন এই সংগঠনের মূল লক্ষ্যই মানুষের সেবা করা এবং পাশে থাকা। আমরা মানুষের যে সকল সেবা করতে সংগঠন প্রতিষ্ঠা করছি -১.এলাকায় কোনো রকম দুর্যোগ যেমন বন্যা, মহামারী, রাস্তা সংস্কার ইত্যাদি খারাপ সময় সকল মানুষের পাশে থাকা এবং সহযোগীতা করা। ২. প্রত্যেকে আমরা আমাদের সকল প্রতিবেশী সহ সকল লোকজনের বিপদ আপদে পাশে থেকে তাদের সহযোগিতা করে তাদেরকে বিপদ থেকে উদ্ধার হতে সহযোগিতা করা। ৩. মেয়েদের সহযোগিতা এবং নিরাপত্তাই সর্বত্বভাবে সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে সচেতমূলক প্রচারণা ও মেয়েদের বাল্যবিবাহ প্রতিরোধ এবং সম অধিকার প্রতিষ্ঠাই বাস্তবায়ন করা। ৪. সকল ধরনের অন্যায় কে নিজ নিজ অবস্থান থেকে রুখে দাঁড়ানো। ৫. গরীব মেধাবীদের পড়াশোনার জন্য সর্বাত্মক সহযোগিতা করা।
৬. এলাকায় মাদকদ্রব্য গ্রহণ এবং ব্যবসায়ীদের চিহ্নিত করে সেটাকে প্রতিরোধ এবং মাদকসেবিদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করা।৭. সংখ্যালঘু সম্প্রদায়দের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা। ৮. যেকোনো ধরনের লোকজনদের চিকিৎসা সংক্রান্ত সকল বিষয় সহ রক্তের প্রয়োজনে রক্তদাতার ব্যবস্থা করে দেওয়া।
এছাড়াও সকল বিপদে আপদে মানুষ এর পাশে দাঁড়ানো তাদের কে সর্বাত্মক সহযোগিতা করা। এভাবে এলাকায় আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করতে এবং মানুষের পাশে দাঁড়াতে সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ্। এজন্য সকলের সহযোগীতা কামনা করেন তিনি।
উল্লেখ্য, এর আগে গত ৭ সেপ্টেম্বর ১৯কুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে দাসপাড়া ডিগ্রি কলেজ, দাসপাড়া দ্বিমুখী সিনিয়র মাদ্রাসা এবং দাসপাড়া উচ্চ বিদ্যালয়ে ফলজ,বনজসহ বিভিন্ন প্রজাতির প্রায় শতাধিক বৃক্ষরোপন করা হয়। এছাড়াও মাদকমুক্ত সমাজ গড়তে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সংগঠনটি।
আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরও পড়ুন বান্দরবান সন্ত্রাসী আস্তানায় অভিযান চালিয়ে জ্যামারসহ অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.