হোসেন শাহ ফকির জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮আগষ্ট) উপজেলার ঐতিহাসিক বটতলা চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণ যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি আলহাজ সুলতান মাহমুদ বাবু তিনি বলেন, বিগত ১৬ বছর স্বৈরাচার খুনি হাসিনা সরকারের পতন এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে গত ৫ আগস্ট খুনি হাসিনা দেশ থেকে পলায়ন করে ভারতে আশ্রয় নেয়। ভারত থেকে বিভিন্ন রাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চাইলে তাকে প্রত্যাখ্যান করে।
তিনি আরো বলেন,পুলিশ ভাইয়েরা আমাদের অতিথি তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর বিএনপি সভাপতি রেজাউল করিম ঢালী প্রমুখ।
শান্তি সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন নওগাঁর মান্দায় পূর্বশত্রুতার জের ধরে ছাগল ব্যাবসায়ীর বাড়িঘর ভাংচুর-অগ্নিসংযোগ ও লুটপাট
Leave a Reply