ঠাকুরগাঁও প্রতিনিধি,
ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়ায় রাজাগাঁও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।জেলার ঠাকুরগাঁও রুহিয়া থানাধীন রাজাগাঁও ২০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৫জুন মঙ্গলবার দিবাগত রাতে রুহিয়া থানার একটি অভিযানিক চৌকস দল তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার গাঁজা ব্যবসায়ীরা হলেন, রাজাগাঁও ইউনিয়নের উওর বঠিনা গ্রামের আকবর আলী ছেলে লাবু ইসলাম (২৩) এবং রফিকুল ইসলাম ছেলে মুন্ন ইসলাম (২১)
পুলিশ জানায়, জেলার অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ন রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন ঠাকুরগাঁও মাননীয় মহোদয়ের পুলিশ সুপার ।
এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানাধীন ১৪নং রাজাগাঁও ইউনিয়ন খড়িবাড়ি মৌজাস্থ মনো সেন এর বসত বাড়ীর পশ্চিন পাশে টাঙ্গন নদী সংলগ্ন সামনে হতে ২০০ গ্রাম গাঁজাসহ লাবু ও মুন্না নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন, রুহিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলফামুল ইসলাম মন্ডল,এছাড়া তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রুহিয়া থানায় মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
আরও পড়ুন শ্রীবরদী উপজেলাতে গোয়াল ঘর থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.