মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি :
শেরপুর জেলার "ঝিনাইগাতী ক্লাব'র" উদ্যোগে ঘর পেলো উপজেলার পশ্চিম আহম্মদনগর গ্ৰামের স্বামী পরিত্যক্তা অসহায় সাফিয়া বেগম।
শনিবার (৭জুন) বিকেলে আনুষ্ঠানিক ভাবে সাফিয়া বেগমের কাছে ঘরের চাবি হাতে তুলে দেওয়া হয়।
সংগঠন সুত্রে জানা গেছে,উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম আহম্মদনগর গ্ৰামের স্বামী পরিত্যক্তা অসহায় সাফিয়া বেগমের বসবাসের জন্যে কোন ঘর না থাকায়।
বিষয়টি ঝিনাইগাতী ক্লাবের সদস্যদের দৃষ্টিগোচর হলে ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি সৌদি প্রবাসী এক দানবীরকে জানানো হয়।
পরে সৌদি প্রবাসী ওই দানবীরের অর্থায়নে এবং "ঝিনাইগাতী ক্লাব'র" বাস্তবায়নে স্বামী পরিত্যক্তা অসহায় সাফিয়া বেগমের বসবাসের জন্যে ২৪/১৩ফুট সেমি পাকা একটি ঘর নির্মাণ কাজ সম্পন্ন করে তাকে বুঝিয়ে দেওয়া হয়।
পরে শনিবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে ওই নারির হাতে ঘরের চাবি হস্তান্তর করে সমিতির কর্তৃপক্ষ।
এসময় অন্যান্যদের মাঝে ক্লাবের সভাপতি আঃ হালিম,সাধারণ সম্পাদক মো.ছামিউল হক রনি, কোষাধ্যক্ষ পেয়ার জাহান ফয়সাল সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
স্বামী পরিত্যক্তা অসহায় সাফিয়া বেগম ২৪/১৩ ফুট সেমি পাকা একটি ঘর পেয়ে অত্র ক্লাবের সকল সদস্য সহ সৌদি প্রবাসী ওই দানবীরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া করেন।
আরও পড়ুন পীরগঞ্জে দৈনিক আমার সংবাদ পএিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.