জামালপুর শিশু ফোরামের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সম্মননা
নিজস্ব প্রতিনিধি: শিক্ষা জীবনের অগ্রসরমান গতিকে আরো বেগবান করতে জামালপুরে গত এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে জামালপুর শিশু ফোরাম। উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় এ সম্মাননা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ওয়ার্ল্ড ভিশন মালয়েশিয়ার কান্ট্রি কোঅর্ডিনেটর শু ই তান, এ্যাসিস্টেন্ট ম্যানেজার, আইপি জোয়ান লাই, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা, ওয়ার্ল্ড ভিশনের (এসিও) সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরিফিকেশন, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, ওয়ার্ল্ড ভিশন জামালপুর এপির এরিয়া ম্যানেজার সাগর ডি কস্তা, উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রামের ম্যানেজার মিনারা পারভীন, সুইড এর সাধারণ সম্পাদক অজয় পাল, শিশু ফোরামের সভপতি মোস্তাকিম হাসান হৃদয় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশু ফোরামের সদস্য অর্পা ও মেহেদী।উল্লেখ্য জামালপুর পৌরসভা, লক্ষিরচর ও পৌরসভার শিশু ফোরামের ১৯ সদস্য এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করায় তাদেরকে সম্মাননা দেয়া হয়। শিক্ষার্থীরা পুরস্কৃত ও সম্মানিত হওয়ায় উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানানো হয়।
শিশু ফোরামের সার্বিক ব্যবস্থাপনায় এবং ফোরামের এবং আদিবাসী শিশু শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর, শরিফপুর ইউনিয়ন এবং জামালপুর পৌরসভার ১, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে বাস্তবায়নাধীন আছে। এই কর্মসূচির আওতায় ৩৯টি গ্রামে ২০ হাজার উপকারভোগী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সুবিধা গ্রহণ করছে। বিশেষ করে শিশুদের সর্বোত্তম সুরক্ষায় এপি ১০ বছর মেয়াদী কাজ করছে। কর্মসূচির সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে এলাকার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ নিয়ে গ্রাম উন্নয়ন কমিটি গঠন, শিশু ফোরাম, যুব ফোরাম নিজেদের এলাকার উন্নয়নে নানামূখী কাজ করছে । কার্যক্রমের মধ্যে জীবীকায়ন, স্বাস্থ্য, পুষ্টি, ওয়াস এবং স্পন্সরশীপ অন্যতম। এরমধ্যে আবার দক্ষতা উন্নয়ন, পরিবেশ সম্মত গ্রাম প্রতিষ্ঠা, জিঙ্ক ধান উৎপাদন, অতিদারিদ্রের উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, দল গঠন, সক্ষমতার বিকাশ ঘটানো, প্রসবপূর্ব ও প্রসব পরবর্তী সেবা, শিশু অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, বিপদাপন্ন শিশুর তালিকা তৈরিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। কর্মসূচি বাস্তবায়নে অর্থায়ন করছে হংকং ও মালয়েশিয়া ।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.