রাশেদুল ইসলাম রনি
জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়ন করেছে থানা পুলিশ। এরই অংশ হিসেবে মোটরসাইকেল থামিয়ে সককে হেলমেট পরতে উৎসাহ দেওয়া হয়। এ ছাড়া ৬ টি মামলা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) বিকাল ৫ টা বকশীগঞ্জ থানা পুলিশ ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে শহরের মেসার্স পরেশ চন্দ্র ফিলিং স্টেশন ও মেসার্স রাশেদ রিমি ফিলিং স্টেশনে এ কার্যক্রমের পরিচালিত হয়।
এ সময় দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী,বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল আহাদ খান,বকশীগঞ্জ থানার উপ পরিদর্শক তারেক মাসুদ, উপ-পরিদর্শক ফয়জুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
কার্যক্রম শুরুর পর তেল নিতে আসা হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের মামলা দেওয়া হয়। এছাড়াও পেট্রোল পাম্পগুলোতে জনসচেতনতামূলক লিফলেট ও স্টিকার সাঁটানো হয়েছে। পাশাপাশি পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের জ্বালানি না দিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে থানা পুলিশ।
হেলমেট ছাড়া জ্বালানি দেওয়া হবে না।পাশাপাশি মোটরসাইকেলে চালকসহ দুজনের বেশি বহন করা যাবে না,আমাদের এ অভিযান চলমান থাকবে।
আরও পড়ুন শেরপুর জেলার নকলা-নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.