
ফেনীর ফুলগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান একরামের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের কবর জিয়ারত পুষ্প অর্পণ দোয়া মুনাজাত অনুষ্ঠিত
মহিউদ্দিন মহি খন্দকার ফেনী প্রতিনিধি : ফেনীর ফুলগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামের গত ২০ শে মে সোমবার দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ফুলগাজী উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুন মজুমদার এর নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ দলীয় নেতৃবৃন্দরা।
উপজেলা আওয়ামীলীগ আয়োজিত ফুলগাজী বঙ্গবন্ধু কমপ্লেক্স আওয়ামী লীগ কার্যালয়ে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সদ্য ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হারুন মজুমদারের নেতৃত্বে দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রাজনৈতিক ব্যক্তিত্ব ফুলগাজী উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ আব্দুল আলিম।
এতে আরো উপস্থিত ছিলেন ফুলগাজী থানার ওসি তদন্ত মুশফিকুর রহমান, উপজেলা নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান অনিল বণিক, মহিলা ভাইস চেয়ারম্যান মনজুরা আজিজ, ফুলগাজী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সেলিম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব শাকের পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগ কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মজুমদার।
উপজেলা যুবলীগ সভাপতি সালেহ আহমদ মিন্টু, সাধারণ সম্পাদক একরাম পাটোয়ারী, ছাত্রলীগ সভাপতি ইয়ামিন মজুমদার।
এছাড়া উপজেলা আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীদের অংশগ্রহণে বিশেষ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে এই সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একরামুল হক একরামের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত শেষে তবারুক বিতরণ করা হয়েছে।
Leave a Reply