রাশেদুল ইসলাম রনি: মাদক,জুয়া,নারী নির্যাতন কিশোর গ্যাং, ইভটিজিং বাল্য বিয়ে অশ্লীলতা সন্ত্রাস সাইবার অপরাধ এবং জুঙ্গিবাদ মক্ত সমাজ গড়ার লক্ষে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা সচেতনামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ মে) বিকাল ৪ টায় পৌর সহরের নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে থানা পুলিশের আয়োজন এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আহাদ খানের সভাপতিত্বে বিট পুলিশিং সমাবেশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো: কামারুজ্জামান বিপিএম,।
জুয়া ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মন্তব্য করে অনুষ্ঠানে পুলিশ সুপার সবাইকে মাদক থেকে দুরে থাকার আহবান জানান এবং মাদক বিক্রি ও সেবনের সঙ্গে যারাই জরিত থাকবে কাউকে ছারদেওয়া হবেনা বলেন জেলা পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম।
বাল্য বিয়ে বন্ধের আহবান জানিয়ে তিনি বলেন জামালপুরের বকশীগঞ্জে পানিতে ও আত্মহত্যা করে সব চেয়ে বেশি লোকের মৃত্যু হয়। এ বিষয়টি নিয়ে আমরা আমারা বেশি কাজ করছি। এর কারন কি ও দোষটি কার যে মারা গেল তার নাকি তার পরিবারের না আমাদের সবার তা ক্ষতিয়ে দেখার চেষ্টা করছি। অভিবাবকদের সচেতন হওয়া আহবান জানিয়ে তিনি বলেন, শিশু গুলোকে রক্ষকরার দায়িত্ব কিন্তু আমাদের। পুলিশং সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার সেবা কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সঙ্গে প্রান্তিক জনসম্পৃক্ততা বাড়াতে আমাদের এই আয়োজন। পুলিশ সুপার যে কোন ধরনের অপরাধ সর্ম্পকৃত তথ্য জাতীয় জুরুরি সভা সেবা নাম্বার ৯৯৯ এ কল করে যে কোন অপরাধ জানানোর আহবান করেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত, বকশীগঞ্জ কমিউনিটির পুলিশং কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আফসার আলী।
এসময় আরো উপস্থিত ছিলেন, জামালপুর ডিবি- ২ ওসি সোহেল রানা, বকশীগঞ্জ থানার তদন্ত সঞ্চয় কুমার সাহা নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ সহ, স্থানীয় জনপ্রতিনিধি, জনসাধারণসহ স্কুল, কলেজের শিক্ষক শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় ব্যবসায়ী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুতসিম বিল্লাহ রুবেল ও মুহতারেমা বিল্লাহ অদ্রী। অনুষ্ঠান শেষে সাংস্কৃতি অনুষ্ঠানে আয়োজন করা হয়।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.