হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের হালুয়াঘাটে সরকারি উদ্যোগে বোরো ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে।
বুধবার বেলা ১১ ঘটিকায় উপজেলা খাদ্যগুদাম চত্বরে এই সংগ্রহ উদ্বোধন করেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম।
ধান-চাল সংগ্রহ চলবে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবিদুর রহমানের সভাপতিত্বে এসময় হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খায়রুল ইলম ভূঞা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি উপাধক্ষ্য আবদুর রশিদ, কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান,হালুয়াঘাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হাসান আলী, খাদ্য পরিদর্শক ও ভারপ্রাক্ত কর্মকর্তা সঞ্জয় মোহন দত্ত প্রমুখ।
জানতে চাইলে খাদ্য পরিদর্শক সঞ্চয় মোহন দত্ত জানান, চলতি বোরো মৌসুমে সরকার হালুয়াঘাট চালকল মালিকদের কাছ থেকে ২ হাজার ৯০১ টন চাল এবং কৃষকদের কাছ থেকে সরাসরি ২ হাজার ১৮৫ টন ধান কেনার লক্ষ্যমাত্রা ঠিক করেছে।
এ কর্মসূচী চলবে ৩১ আগষ্ট পর্যন্ত। তিনি আরো জানান এবছর প্রতি কেজি ধানের মূল্য ধরা হয়েছে ৩২ টাকা এবং চালের মূল্য ধরা হয়েছে ৪৫ টাকা।
আরও পড়ুন রুহিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
Leave a Reply