বকশীগঞ্জে উপজেলায় নির্বাচন করতে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ
আপডেট সময় :
রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
২৬৭
বার পঠিত
বকশীগঞ্জে উপজেলায় নির্বাচন করতে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ
রাশেদুল ইসলাম রনি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইউপি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন নীলক্ষিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার। রবিবার (২১ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাতের কাছে পদত্যাগপত্র জমা দেন নজরুল ইসলাম সাত্তার । তিনি উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। স্থানীয়রা জানান, নজরুল ইসলাম সাত্তার নিলক্ষিয়া ইউনিয়নের ১৮ বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত।
5
রাশেদুল ইসলাম রনি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইউপি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন নীলক্ষিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার।
রবিবার (২১ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাতের কাছে পদত্যাগপত্র জমা দেন নজরুল ইসলাম সাত্তার । তিনি উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
স্থানীয়রা জানান, নজরুল ইসলাম সাত্তার নিলক্ষিয়া ইউনিয়নের ১৮ বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত।
Leave a Reply