ধোবাউড়া(ময়মনসিংহ) প্রতিবেদকঃ ময়মনসিংহের ধোবাউড়ায় বাঙালীর ঐতিহ্যবাহী উৎসব পহেলা বৈশাখে পান্তা উৎসবের আয়োজন করা হয়েছে। সামাজিক সংগঠন হ্রদয়ে গোয়াতলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার ইফতেখার খান পাঠান মিল্টন ব্যক্তিগত ভাবে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পান্তা উৎসবের আয়োজন করেন। সকালে পান্তা ভাত ও ইলিশ মাছ, পাট শাক এবং নানা জাতের ভর্তা দিয়ে খাবার খেয়ে পান্তা উৎবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ হেলাল উদ্দিন, ধোবাউড়া সরকারি আর্দশ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পল্লব সেনগুপ্ত, ধোবাউড়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী শফিউল আজম, আনসার ভিডিপি কর্মকর্তা নৃপেন্দ্র চন্দ বর্মন, সাংবাদিক আবুল হাশেম, আনিসুর রহমান, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শামীম প্রমুখ। পান্তা উৎসবের উদ্যোক্তা ইঞ্জিনিয়ার ইফতেখার খান পাঠান মিল্টন বলেন, গ্রামে পহেলা বৈশাখে মেলার রেওয়াজ থাকলেও পান্তা ভাত এবং ইলিশ মাছ দিয়ে খাবারের তেমন কোন আয়োজন থাকে না। তাই আমি ব্যক্তিগত ভাবে দুই শতাধিক মানুষের জন্য পান্তা ভাত এবং ইলিশ মাছ দিয়ে খাবারের আয়োজন করেছি। এছাড়াও গ্রামীন ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হয়েছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.