পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৬মার্চ) সকাল ৭টায় সময় উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতা স্তম্ভে পুস্প অর্পন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার ও ইউএনও মো. বশির গাজী।
পরে উপজেলা আওয়ামী লীগের পক্ষে দুই পক্ষ পৃথকভাবে পুষ্প অর্পণ করেন। নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার।
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান আওয়ামী লীগের অপর পক্ষ নিয়ে পুষ্প অর্পণ করেন।
এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, বাউফল থানা, বাউফল প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জাতীয় পার্টির পক্ষ থেকে পুষ্প অর্পণ করা হয়।
পরে প্রমুখ ।
পরে উপজেলা পরিষদ হল রুমে বীরমুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা চেয়ারম্যান ও ইউএনও।
Leave a Reply