হাছানুর রহমান নীলফামারী প্রতিনিধিঃ পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের বাজার দর মনিটরিংয়ের লক্ষ্যে নীলফামারী ডোমার উপজেলায় পৌর কাঁচাবাজারে অভিযান পরিচালিত হয়েছে। এতে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেন।
আজ সোমবার (১৮ই মার্চ) উপজেলা শহরের পৌর কাঁচাবাজারে বাজার দর মনিটরিংয়ের লক্ষ্যে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন—সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
অভিযানে সরকার নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স রতন ভাণ্ডারের মালিক মোঃ আব্দুল মালেক বাবুকে ৫ হাজার টাকা ও মেসার্স লাবিব ভাণ্ডারের মালিক মোঃ গোলাম রাশেদকে ২ হাজার টাকা সহ মোট ৭ হাজার টাকা জরিমানা করে তা আদায় এবং সঠিক মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ প্রদান করা হয়।
ডোমার থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে অভিযোগ দায়ের করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আল-আমিন রহমান।
বাজার-দর নিয়ন্ত্রণ, মূল্যবৃদ্ধি ঠেকাতে ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.