রাজিবপুর উপজেলা প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রাজিবপুর শেখ রাসেল মিনি স্টোডিয়াম মাঠে চর রাজিবপুর সরকারপাড়া ইয়াং সোসাইটি ফুটবল টুনামেন্টের-২০২৩' ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৮ মার্চ) বিকেলে রাজিবপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলার পরিচালক হিসেবে ছিলেন, মোঃ দুলাল হোসেন,
খেলার ধারাভাষ্যকার হিসেবে ছিলেন, মোজাম্মেল হক সরকার, প্রধান সন্ময়ক ছিলেন,আবু সাঈদ, সহকারী শিক্ষক, বীর প্রতীক তারামন বিবি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়,পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ শুভ সরকার,বিশিষ্ট ব্যবসায়ী ও সাধারণ সম্পাদক বাংলাদেশ ভূমিহীন সমিতি চর রাজিবপুর উপজেলা শাখা।
রাজিবপুর উপজেলা ও আশে পাশের বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসা হাজার হাজার দর্শক খেলাটি সম্পূর্ণ উপভোগ করে। ৯০ মিনিটের খেলায়
চর রাজিবপুর সরকারপাড়া ইয়াং সোসাইটি একাদশকে ০ - ৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বন্ধুমহল এইচএসসি ব্যাচ ২০২২ একাদশ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
উক্ত ফাইনাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ চর রাজিবপুর উপজেলা শাখা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সিরাজ-উদ-দৌলা, সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ চর রাজিবপুর উপজেলা শাখা, মোঃ শরিফুল ইসলাম জীবন, মোঃ লিটন আহমেদ, মোঃ হযরত আলী, মোঃ নজরুল ইসলাম সহ আরো অনেকেই।
উক্ত খেলার প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে মন ভাল থাকে, পড়াশোনার মনোযোগ বাড়ে। বেশি বেশি খেলাধুলা করলে জেলা ও বিভাগীয় পর্যায়ে চান্স পাওয়ার সম্ভাবনা থাকে। খেলাধুলা জয় পরাজয় থাকে তবুও অনেক সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য দুই দলের খেলোয়াড়দের কে অসংখ্য ধন্যবাদ।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.