ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি: "নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে ইসলামপুর উপজেলা উন্নয়ন সংঘ এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন(জেসমিন) প্রকল্পের আওতায় পালিত হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল।
বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের সাব ডিসট্রিক্ট কো-অর্ডিনেটর বিজন কুমার দেব,জেসমিন প্রকল্পের বিজনেস ডেভলপমেন্ট অফিসার রবিউল আউয়াল,জেন্ডার ডিজাস্টার এন্ড ক্লাইমেট চেঞ্জ অফিসার মাহমুদুল হাসান। উক্ত অনুষ্ঠানে এনজিও প্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.