স্টাফ রির্পোটারঃ
ময়মনসিংহের ধোবাউড়ায় পূর্ব শত্রুতার জের ধরে দোকানে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার বতিহালা বাজারে এই ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায় বতিহালা গ্রামে সবুজ ফকির এবং আজিম উদ্দিন পালোয়ানের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। তারই জের ধরে গত রবিবার সকালে আজিম উদ্দিন পালোয়ানের ৬ টি দোকানে তালা দেয় সবুজ ফকির ও শাহেদ ফকির গংরা।
ঘর মালিক আজীম উদ্দিন পালোয়ান অভিযোগ করে বলেন, আমার দলিল মুলে তিন শতাংশ জমিতে ছয়টি দোকানঘর নির্মান করে ভাড়ায় পরিচালনা করছি। গত কয়েকদিন ধরে অভিযুক্ত সবুজ ফকির গংরা আমার কাছে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবী করছে।
আমি সবুজ ফকিরের দাবিকৃত চাঁদা না দেওয়া সবুজ ফকির ও শাহেদ ফকির গংরা আমার ছয়টি দোকানে তালা মেরে দেয়। এব্যাপারে অভিযুক্ত সবুজ ফকির চাঁদা দাবীর অভিযোগ অস্বীকার করে বলেন, আমার সাথে তার জমি নিয়ে শত্রুতা চলছে।
আমি একটি মামলায় জেলে থাকার কারণে সে আমার পৈতৃক সম্পত্তিতে জোরপূর্বক ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে দেয়। আমি আমার পৈতৃক সম্পত্তিতে নির্মিত ঘরে তালা দিয়েছি।
এ ঘটনায় বাদি হয়ে আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আজিম উদ্দিন পালোয়ান।
আরও পড়ুন ঝিনাইগাতীতে এসএসসি পরীক্ষায় প্রক্সি দেওয়ার দায়ে ৩ জনের জেল জরিমানা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.