মো:জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ ”স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত করবে সেবার অধিকার” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৭ ফেব্রয়ারি) সকালে উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, জনস্বাস্থ্য প্রকৌশল ঋষি কেশ, আলোয়াখোয়া ইউপি চেয়ারম্যান মোজ্জাকারুল আলম কচি, বলরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন ও আটোয়ারী থানার এসআই শরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর প্রবর্তিত “আমার গ্রাম আমার শহর” কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শহর ও গ্রামের ব্যবধান আর নেই। অবকাঠামো উন্নয়ন সহ সেবার পরিধি বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ জনপদ এখন অর্থনৈতিক কর্মকান্ডে গতি সঞ্চার হয়েছে। বক্তারা বলেন, জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে চলমান প্রায় দুই শতাধিকের বেশি জনবান্ধব সেবা কার্যক্রম আরো গতিশীল হবে সেসাথে সেবা প্রদানের পদ্ধতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, স্থানীয় সরকার ব্যবস্থায় দলগত প্রচেষ্টা জোরদার হবে। সর্বোপরি সেবা প্রদানের মাধ্যমে সরকারি দপ্তরগুলোর সাথে জনগণের মেলবন্ধন সুদৃঢ হবে বলেও বক্তারা আশা প্রকাশ করেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.