মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জনপ্রিয় ছাত্র নেতা ও শেরপুর জেলা গার্মেন্টস ব্যবসায়ী মালিক সমিতির সদস্য মোঃ মতিউর রহমান মতিন,নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।২৩ ফেব্রুয়ারি রোজ শুক্রবার দুপুরে ২.৩০মিনিটের সময় পৌর ঈদগাহ মাঠে শ্রমিক নেতা মোঃ মজিবুর রহমানের ছেলে শেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও শেরপুর জেলা গার্মেন্টস ব্যবসায়ীর মালিক সমিতির সদস্য মতিউর রহমান মতিন এর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।জেলা ছাত্রলীগের নেতা মতিন এর জানাজা নামাজে অংশগ্রহণ করেছিলেন শেরপুর সদর-১আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু এমপি।
এসময় মুঠোফোনের মাধ্যমে জানাজা নামাজের সময় সাবেক ছাত্রলীগ নেতা মতিন এর বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক প্রকাশ করেন জাতীয় সংসদের সাবেক হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি। উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির রুমান,পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, মতিনের পরিবারের সকল আত্মীয়-স্বজনসসহ বিভিন্ন দলের জেলা ও উপজেলা পর্যায়ে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জেলার সাংবাদিক সমাজ,হাজার হাজার মানুষ সাবেক ছাত্রলীগ নেতার রুহের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার জন্য উপস্থিত থেকে জানাজা নামাজ সম্পন্ন করেছেন এবং মতিনের জন্য দোয়া করেন আল্লাহ তায়ালা যেন ওকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.