মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ীতে ১০৬ বোতল বিদেশী মদসহ হামিদুল ইসলাম বাবু (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।এর আগে শুক্রবার রাত পৌণে একটার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া কালিস্থান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার হামিদুল ইসলাম বাবু ওই এলাকার মানিক মিয়ার ছেলে।থানা পুলিশ জানায়, উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া কালিস্থান এলাকায় মাদক পাঁচার হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ।এসময় হামিদুল ইসলাম বাবুকে ১০৬ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার করা হয়।বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া জানান,গ্রেফতারকৃত হামিদুল ইসলাম বাবুকে শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.