মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১২ ফেব্রুয়ারি সকাল ১১ টা সময় ধানশাইল বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ওই বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম।
ধানশাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও শিক্ষক বিএসসি আব্দুল হালিম এর উপস্থাপনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুরের মুন্সীর চর বাজার অনুরণ এক্সক্লুসিভ স্কুলের অধ্যক্ষ কবি আইয়ুব আকন্দ বিদ্যুৎ।
আহমদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল ইসলাম মিলন,স্থানীয় ইউপি সদস্য শ্রী উপেন চন্দ্র রায়,কোমরী কাটাজান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রেজাউল করিম,ধানশাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি সহকারী শিক্ষক মোঃ জিয়াউল ইসলাম, প্রতিভা প্রিপারেটরী এন্ড হাইস্কুল এর প্রধান শিক্ষক মোঃ আব্দুছ ছাত্তার প্রমুখ।অনুষ্ঠানের শুরুতেই ছিল,অতিথিদের আসন গ্রহণ,পবিত্র কোরআন থেকে তেলাওয়াত,বিদায়ী ৪৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান ও নবীন ৩০ জন শিক্ষার্থীকে যথাযথ মর্যাদায় বরণ করে নেওয়া।আলোচনা সভায় অতিথিদের বক্তব্য শেষে দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাপ্তি ঘটে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.