হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধিঃ উপজেলা পর্যায়ে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক প্রশির ক্ষণ কর্মশালা গতকাল সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা হল রুমে পরে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা ৩শত আসন বিশিষ্ট অডিটিডিয়াম হল অনুষ্ঠিত হয়। হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মো.সফিকুল ইসলাম,উপ-পরিচালক (স্থানীয় সরকার) জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহ,মো.সালাহ উদ্দিন সহকারী পরিচালক (প্রশিক্ষণ)তথ্য কমিশন বাংলাদেশ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন
তথ্য অধিকার আইন একটি আলোকিত আইন। এ আইনের মাধ্যমে অবাধ তথ্যের আদান প্রদানের মাধ্যমে রাষ্ট্রের সাথে জনসাধারণের দূরত্ব নিরসন সহ দেশের উন্নয়নের পথের প্রধান বাঁধা দুর্নীতিকে কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন মো.সফিকুল ইসলাম
উপ-পরিচালক (স্থানীয় সরকার) জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহ,।
তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় সভাপতির বক্তব্যে আবিদুর রহমান তথ্য অধিকার আইনের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, তথ্য প্রাপ্তির অধিকার দেশের প্রত্যেক নাগরিকের রয়েছে।
এসময় বক্তারা প্রশিক্ষণ কর্মশালাটিতে তথ্য অধিকার আইন কি, তথ্য পাওয়ার নিয়মাবলী, কোন কোন ক্ষেত্রে কর্তৃপক্ষ তথ্য দিতে বাধ্য নয়, তথ্য দিতে অনীহা প্রকাশ করলে আপীল সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা সহ তথ্য অধিকার আইনের সার্বিক বিষয় তুলে ধরে প্রশিক্ষণ দেয়া হয়।
আরো বলেন তথ্য অধিকার আইন সুষ্ঠভাবে বাস্তবায়িত হলে, দুর্নীতি প্রতিরোধের পাশাপাশি দেশ উন্নয়নের পথে আরো একধাপ এগিয়ে যাবে। অবাধ তথ্য প্রাপ্তির নীতিগত নিশ্চয়তা থাকায় প্রত্যেকটি দপ্তর দুর্নীতি মুক্ত করতে সরকার তথ্য প্রাপ্তির জন্য সুনির্দিষ্ট নীতিমালা হিসেবেই আইনটি প্রণয়ন করেছে। তাই এ আইনের সঠিক ব্যবহারের মাধ্যমে দেশ তথা জাতির উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহবানও জানান ।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.