ধোবাউড়া(ময়মনসিংহ) প্রতিনিধিঃ ধোবাউড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে শনিবার সকালে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর উপজেলার সীমান্তবর্তী ভেদীকুড়া নামক স্থানে সবুজ ছায়া পর্যটন কেন্দ্র (প্রস্তাবিত) বনভোজনের আয়োজন করা হয়। দুপুরে শিক্ষকদের বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ময়মনসিংহ-১,ধোবাউড়া-হালুয়াঘাট আসনের সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম। বনভোজন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান শিক্ষক জেসমিন মৃধা কল্পনার সঞ্চালনায় আলোচনা সভায় শিক্ষকদের দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন এমপি সায়েম। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল, সহ সভাপতি অধ্যক্ষ হেলাল উদ্দিন, যুগ সাধারণ সম্পাদক শওকত উসমান, মোস্তফা কামাল হোসেন খান, অধ্যাপক উসমান আলী, সাবেক ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, যুব লীগের আহ্বায়ক আসাদুজ্জামান আকন্দ সাগর, সেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক আফতাব উদ্দিন বাবুল প্রমুখ।এছাড়া উপজেলা শিক্ষা অফিসার জহির উদ্দিন,সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক প্রাথমিক শিক্ষা নিয়ে বিস্তারিত বক্তব্য দেন। শিক্ষকদের মাঝে বক্তব্য দেন প্রধান শিক্ষক নজরুল ইসলাম,আব্দুর রাশিদ।
অনুষ্ঠানের সমন্বয়কারী ছিলেন পোড়াকান্দুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র বিশ্বাস।
Leave a Reply