মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা আর নেই! তিনি শুক্রবার দিবাগত রাত দেড়টার সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহে..... রাজিউন)। মরহুমের জানাযার নামাজ শনিবার বিকেল আড়াইটার সময় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
মরহুমের পরিবার সুত্রে জানা গেছে, তিনি প্রায় চল্লিশ বছর ছাত্রলীগ, যুবলীগসহ বাংলাদেশ আওয়ামী লীগ শ্রীবরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন।এছাড়া তিনি শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি শোকবার্তা জানানো হয়েছে।মরহুমের জানাজায় দলমত নির্বিশেষে রাজনৈতিক নেতৃ্ৃবৃন্দ সহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লীগণ অংশ গ্রহন করেন। জানাজা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় সমাহিত করা হয়।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.