নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে ছাদ থেকে পড়ে ছায়া বালা (৬৫) নামে এক বিধবার নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার সফাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ছায়া বালা ৭ নং সফাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের প্রয়াত খরগেশ্বর ওরফে খোকার স্ত্রী।
নিহতের স্বজন অরবিন্দু মন্ডল জানায়, মঙ্গলবার বিকেলে তার বড় বোনের জা' ছায়া বালা শুকনো কাপড় তোলার জন্য ছাদে উঠে। এরই এক পর্যায়ে অসাবধানতাবশত তিনি ছাদ থেকে পড়ে যান। এতে তার শরীরের দুই জায়গায় ভেঙ্গে যায়।
এরপর তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এরপর তার শারিরিক অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেন তিনি ।
এব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন,বিষয়টি অবগত নয়। তবে,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা করা হবে।
আরও পড়ুন শুক্রবার মুক্তি পাচ্ছে ‘শেষ বাজি’
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.