রাশেদুল ইসলাম রনি:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জুয়ার আসর থেকে ইউপি সদস্য সহ ৬ জন জুয়াড়িকে আটক করেছে জামালপুর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)-২ ।
৮ জানুয়ারি রাত সাড়ে ১১ টায় উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পলাশতলা এলাকায় আবুল হোসেনের একটি পরিত্যক্ত ঘর থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন – মৃত মাতবর আলী ছেলে বাট্টাজোড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমিন(৪১) পলাশতলা গ্রামের আঃরহমান ওরফে (চান মিয়া) ছেলে খোরশেদ আলম (৩২), মৃত আবুল কালামের ছেলে জুয়েল মিয়া (৩০) উজান পাড়া গ্রামের মৃত আব্দার হোসেনের ছেলে মনির হোসেন (৪২),মৃত হানিফ উদ্দিন ছেলে সুজাউদ্দৌলা (৩৪), লাল মিয়ার ছেলে হালিম মিয়া (২৮)।
তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদিও জব্দ করা হয়।ডিবি-২ জানায়, ৮ জানুয়ারি রাতে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নেরব পলাশতলা গ্রামের একটি ঘর থেকে জুয়া খেলার সময় ওই ৬ জন জুয়াড়িকে আটক করা হয়।ডিবি উপপরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, ওই এলাকার একটি ঘরে জুয়ার আসর বসানো হয়েছে এমন গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
ডিবি-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, আটক ৬ জুয়াড়িকে ৯ জানুয়ারী দুপুরে জুয়ার আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.