বকশীগঞ্জে বেসরকারি ফলাফলে নূর মোহাম্মদ নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত
আপডেট সময় :
রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪
৯৪
বার পঠিত
বকশীগঞ্জে বেসরকারি ফলাফলে নূর মোহাম্মদ নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত
আফজাল শরীফ জামালপুরের বকশীগঞ্জে দ্বাদশ সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে নৌকা প্রতীক নিয়ে নূর মোহাম্মদ নির্বাচিত হছেন। জামালপুর-১ বকশীগঞ্জ আসনে মোট কেন্দ্রের জাতীয় পাটি’র প্রার্থী এস,এম আবু সায়েম লাঙ্গল প্রতীকে ২৭০৫ ভোট, কৃষক শ্রমিক জনতা লীগ আব্দুল্লাহ আল মামুন গামছা প্রতীক ১৬৪১ ভোট, তূণমুল বিএনপি মোঃ গোলাম মোস্তফা সোনালি আঁশ প্রতীক ২৭০ ভোট, বাংলাদেশ আওয়ামী লীগ নূর মোহাম্মদ নৌকা প্রতীক ১০৩৮৬৩ ভোট পেয়েছেন। সকারী রিটানিং অফিসার নূর মোহাম্মদকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করেছেন। আরও পড়ুনঃ বাবার দাফন শেষ করে ফেরার পথে ট্রেনে পুড়ে মৃত্যু এলিনার, নিখোঁজ আরো দুইজন
24
আফজাল শরীফ
জামালপুরের বকশীগঞ্জে দ্বাদশ সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে নৌকা প্রতীক নিয়ে নূর মোহাম্মদ নির্বাচিত হছেন।
জামালপুর-১ বকশীগঞ্জ আসনে মোট কেন্দ্রের জাতীয় পাটি’র প্রার্থী এস,এম আবু সায়েম লাঙ্গল প্রতীকে ২৭০৫ ভোট, কৃষক শ্রমিক জনতা লীগ আব্দুল্লাহ আল মামুন গামছা প্রতীক ১৬৪১ ভোট, তূণমুল বিএনপি মোঃ গোলাম মোস্তফা সোনালি আঁশ প্রতীক ২৭০ ভোট, বাংলাদেশ আওয়ামী লীগ নূর মোহাম্মদ নৌকা প্রতীক ১০৩৮৬৩ ভোট পেয়েছেন।
সকারী রিটানিং অফিসার নূর মোহাম্মদকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করেছেন।
Leave a Reply