ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ বিএনপির ডাকে আগামী ৭ জানুয়ারির ভোট বর্জন এবং একদফা দাবিতে অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে জামালপুরের ইসলামপুর উপজেলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জামালপুর-২ ইসলামপুর আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।
তৃতীয় ধাপের দ্বিতীয় দিনে শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর বাজারে এবং রাত পোনে ৮টার দিকে গোয়ালেরচর ইউনিয়নের মহলগিরী বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে বিএনপির নেতা-কর্মীরা। লিফলেট বিতরণকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জামালপুর-২ ইসলামপুর আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু প্রধান অতিথির বক্তব্যে বলেন, 'আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় থাকতে ফের নির্বাচনের নামে সার্কাস অনুষ্ঠানের আয়োজন করেছে। আওয়ামী লীগের সভানেত্রী
সার্কাস মার্কার নির্বাচনের সিংহভাগ প্রার্থীর নাম দিয়েছেন ডামি। কাজেই এ ডামি প্রার্থীর নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে।'
উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু বলেন, 'আওয়ামী লীগবাদীরা রাষ্ট্রীয় ক্ষমতাকে জবরদখল করতে একটি পাতানো এবং একতরফা নির্বাচনের দিকে বেপরোয়া হয়ে উঠছে। এই ‘নির্বাচনী তামাশা’ জনগণ কখনো মেনে নেবে না'
এ সময় তিনি জনসাধারণকে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন দেশের স্বার্থে ভোট বর্জন করে বাড়িতে থেকে পরিবার-পরিজনকে সময় দেওয়ার আহ্বান জানান।এসময় হাজার হাজার মানুষ অংশ নেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.