ইসলামপুর জামালপুর প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই জামালপুর -২ (ইসলামপুর) আসনের নির্বাচনী প্রচার-প্রচারণা জমে উঠেছে।
অনেকটায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক ও ভোটারদের দ্বারে দ্বারে ছুটে ভোট প্রার্থনা করছেন তারা।
দিচ্ছেন উন্নয়নের ধরণের প্রতিশ্রুতি। তারই ধারাবাহিকতায় প্রচার-প্রচারণা পিছিয়ে নেই জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এমপি প্রার্থী মোস্তফা আল মাহমুদ।
তিনি দিন রাত পরিশ্রম করে কর্মী সমর্থকের সাথে নিয়ে সাধারণ ভোটারদের নিকট লাঙ্গল মার্কা ভোট প্রার্থনা করছেন।
এ উপলক্ষ্যে গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তার নিজ বাড়ীতে ইসলামপুর উপজেলার পশ্চিম ও পূর্বাঅঞ্চলের প্রায় ২ সহস্রাধিক নেতাকমীদের অংশ গ্রহণে এক উঠান বৈঠক অনুষ্ঠিত। মশিউর রহমান বাদলের নেতৃত্বে পশ্চিম ও পূর্বাঅঞ্চলের প্রায় ২ সহস্রাধিক নেতাকর্মী এ উঠান বৈঠকে অংশ গ্রহণ করে।
উঠান বৈঠকের আলোচনা সভায় বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লাঙ্গল মার্কা এমপি প্রার্থী মোস্তফা আল মাহমুদ।
মোস্তফা আল মাহমুদ তার বক্তব্যে বলেন, আমি ইসলামপুর উপজেলার অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য লাঙ্গল প্রতীকে এমপি পদে নির্বাচনে অংশ গ্রহণ করেছি।
তিনি আরোও বলেন আমি এমপি পদে নির্বাচিত হলে যমুনার নদীর ভাঙন রোধ করে যমুনার চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে যা যা করা লাগে আমি করব।
কোন বেকার যুবকরা যেন টাকার অভাবে চাকরি জন্য কারোর দ্বারে দ্বারে ঘুরতে না হয় তাই বেকারদের চাকুরীর ব্যবস্থা করব। আমাকে আপনারা একটা বার সুযোগ দেন আমি ইসলামপুর উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলায় পরিণত করব।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আনোয়ার হোসেন, মশিউর রহমান বাদলসহ পশ্চিম ও পূর্বাঅঞ্চল থেকে আসা বিভিন্ন নেতাকর্মী। উঠান বৈঠকে আসা নেতাকর্মীরা সকলে মোস্তফা আল মাহমুদের লাঙ্গল মার্কা প্রতীকে ভোট প্রদান করে বিজয় নিশ্চিত করার অঙ্গীকার প্রদান করেন।
জামালপুর-২ (ইসলামপুর) আসনে এমপি প্রার্থী মোট ৬ জন। আওয়ামীলীগের দলীয় নৌকার প্রার্থী আলহাজ্ব মো:ফরিদুল হক খান(দুলাল), জেলা আওয়ামীলীগের সদস্য স্বতন্ত্র প্রার্থী এস.এম শাহীনুজ্জামান শাহীন (কেচি), উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক জিয়া (ঈগল), বিমান বন্দর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহজাহান আলী মন্ডল (ট্রাক), জাতীয় পার্টি মনোনীত (লাঙ্গল) প্রতীকে মোঃ মোস্তফা আল মাহমুদ ও তৃণমূল বি.এন.পি’র হোসেন রেজা বাবু (সোনালী আশ) প্রতীকে নিয়ে নির্বােচনে প্রতিদ্বন্ধিতা করছেন।
Leave a Reply