মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গামছা প্রতীকের এমপি পদপ্রার্থী সুন্দর আলীকে দুই হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। ২৭ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর এ জরিমানা করেন। ঝিনাইগাতী বাজার এলাকায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে এ জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর বলেন,নির্বাচন বিধি উপেক্ষা করে দেয়ালে ও বিদ্যুতের খুঁটিতে শেরপুর-৩ আসনে গামছা প্রতীকের প্রার্থী সুন্দর আলীর পোস্টার লাগানো ছিল। তিনি আরও বলেন,যারা নির্বাচনে আচারণবিধি লঙ্ঘন করবেন তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।
11
মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গামছা প্রতীকের এমপি পদপ্রার্থী সুন্দর আলীকে দুই হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।
২৭ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর এ জরিমানা করেন। ঝিনাইগাতী বাজার এলাকায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার লাগানোর অপরাধে এ জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর বলেন,নির্বাচন বিধি উপেক্ষা করে দেয়ালে ও বিদ্যুতের খুঁটিতে শেরপুর-৩ আসনে গামছা প্রতীকের প্রার্থী সুন্দর আলীর পোস্টার লাগানো ছিল। তিনি আরও বলেন,যারা নির্বাচনে আচারণবিধি লঙ্ঘন করবেন তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply