মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা কান্দাপাড়া এলাকার বাঘমারি বিল থেকে মো.আব্দুল মন্নাছ (৪০) নামের এক ভ্যানচালকের কর্দমাক্ত মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। মুন্নাছ আলী উপজেলার টালকী ইউনিয়নের টালকী পশ্চিমপাড়া এলাকার মৃত ময়ছর আলীর ছেলে। সোমবার এই মরদেহ উদ্ধার করা হয়।পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল মন্নাছ রবিবার বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেননি। স্থানীয় কৃষকরা সোমবার সকালে মাঠে কাজ করার সময় বাঘমারি বিলের কিনারে কাদা মাটিতে কুচুরী পানা দিয়ে ঢাকা কিছু একটা দেখতে পায়। পরে কাছাকাছি গিয়ে মৃত মানুষ পড়ে আছে দেখেন।পরে স্থানীয়রা নকলা থানায় খবর দেয়। মরদেহের মুখমন্ডলসহ সারা শরীরে কাদা মাখানো থাকায় প্রথমে নাম পরিচয় শনাক্ত করতে নাপারলেও মূহুর্তের মধ্যেই সংবাদটি ছড়িয়ে পড়লে নাম ঠিকানা শনাক্ত হয়।অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম জানান, সুরতহাল নথিভুক্ত করার পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতলে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া। তিনি বলেন, এখনো হত্যার কারন জানা সম্ভব হয়নি। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এবং তদন্ত সাপেক্ষে পরে হত্যার কারন জানা সম্ভব বলে ওসি আব্দুল কাদের মিয়া মনে করছেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.