শেরপুর প্রতিনিধি। শহরের পৌর পার্কে শীতার্ত দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে হিউম্যানিটি অফ শেরপুর ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।এর আগে সকালে শহরের কালিগঞ্জ এলাকায় সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।আগামী কাল সকালে চরাঞ্চলের কামারের চর এলাকায় কম্বল বিতরণ করা হবে।সংগঠনের পক্ষ থেকে এক হাজার দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হবে।
হিউম্যানিটি অফ শেরপুর ফাউন্ডেশনের স্থানীয় সদস্যরা এলাকায় গিয়ে নিজ চোখে দেখে দেখে দরিদ্র শীতার্ত মানুষ বের করে কম্বলের স্লিপ দিয়ে আসেন।পরে সবাইকে জড়ো করে স্লিপ দেখে কম্বল বিতরণ করা হয়।জানা গেছে সংগঠনের এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।অরাজনৈতিক এই সংগঠনটি গেল করোনা কালিন সময় থেকে শুরু করে অদ্যাবধি শেরপুরের বিভিন্ন অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য,যে কোন দুর্যোগে ত্রান সহয়তাসহ ঈদ ও নানা উৎসবে দরিদ্র মানুষের পাশে দাড়িয়ে আসছে।
সংগঠনের অধিকাংশ সদস্য বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।
কম্বল বিতরণে অংশ গ্রহন করেন সংগঠনের সদস্য মোঃ আবু সাঈদ,রাশেদুর রহমান,লোকমান হাকিম,সোহাগ তুষার,ফয়সাল ইবনে হাবিব,মোছাদ্দিকুর রহমান আরমান ও সংগঠনের স্বেচ্ছাসেবীবৃন্দ।
মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.