ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ২ টি জিআর সাজা, ৯ টি জিআর,১ টি সিআর ও নিয়মিত মামলার ২ জন আসামীসহ মোট ১৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল ১৫ ডিসেম্বর (শুক্রবার) সদর থানার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, সালান্দর সিংপাড়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে হুমায়ুন ওরফে টাউট হুমাযুন, আদর্শ কলোনি এলাকার মৃত ঈমান আলীর ছেলে মোঃ রমজান আলী, মুন্সিপাড়া গোরস্থান এলাকার মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে মোঃ রনি সরকার (৩২), বাহাদুর পাড়া এলাকার মৃত আব্দুল হাইয়ের ছেলে মোঃ হারুন অর রশিদ, কহড়পাড়া এলাকার এনামুল হকের ছেলে মোঃ আক্তারুল ইসলাম, কালীতলা ফকদনপুর এলাকার হাটু দাসের ছেলে ঠান্ডী রাম দাস(৩৮), রোড কালীতলা এলাকার আনিছুর রহমানের ছেলে মোঃ শাহীন (২৫),খালপাড়া এলাকার আশরাফ মিয়ার ছেলে মোঃ মাসুদ মিয়া,একই এলাকার মাসুদ রানা, হরিহরপুর এলাকার আনিসুর রহমানের ছেলে শাহীন (৩৪), মুন্সীপাড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে মুক্তা সরকার, মুসলিম নগর এলাকার ইনসান আলীর ছেলে শাহীন ইসলাম।
এছাড়াও সদর থানায় নিয়মিত মামলার আসামী জগন্নাথপুর এলাকার আঃ ছাত্তারের ছেলে মোঃ শুভ(১৯) ও সত্যপীর ব্রীজ এলাকার আঃ রহিমের ছেলে মোঃ মানিক(২৫)।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে ঠাকুরগাঁও সদর থানার বিভিন্ন এলাকার অভিযান পরিচালনা করে জিআর সাজা, জিআর, সিআর ও নিয়মিত মামলার মোট ১৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত আসামিদের বিধি মোতাবেক পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.