ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে এক এতিম কিশোরের মাথা ফাটিয়ে দিয়েছেন প্রতিপক্ষের লোকজন।
আহত কিশোর আব্দুল বাসেত এর মাতা ফরিদা বেগম অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতা ও জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ৯ ডিসেম্বর সকালে রুহিয়া থানার চাপাতি পাইক পাড়া গ্রামের মৃত সনি বুল্লার স্ত্রী ফরিদা বেগমের বাড়ির উঠান জবরদখল করতে আসলে প্রতিপক্ষের সাথে ঝগড়া বাধে।
ঝগড়া-ঝাটির এক পর্যায়ে প্রতিপক্ষ মকবুল হোসেন ও মোশারুল ইসলামের লোকজন মৃত সনি বুল্লার ছেলে আব্দুল বাসেত (১৪) এর মাথায় কোদাল দিয়ে কোপ দিলে তার মাথায় ক্ষতের সৃষ্টি হয়।
তিনি বলেন বর্তমানে আহত আমার ছেলে আব্দুল বাসেত আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে। চিকিৎসা শেষে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করবেন।
অপর দিকে মকবুল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমিও স্ব-স্ত্রীক হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।
মারামারির বিষয় জানতে চাইলে তিনি বলেন আমরা তিন ভাই প্রতিপক্ষ বড় ভাইয়ের কাছে প্রায় ২ শতাংশ জমি পাচ্ছি সেটা তাদের উঠানে এজন্য আমরা সেখানে গেছিলাম।
আরেক ভাই মোশারুল ইসলাম বলেন আমরা কষ্ট করে একটু জমিতে বসবাস করছি আর বড় ভাই এর স্ত্রী সন্তান বেশি জমি দখল করে আছে, সেই কারণে আমরা আমাদের জমি দখল করতে গেলে তারা বাঁধা সৃষ্টি করে এবং কোদাল দিয়ে হামলা করতে চাইলে আমরা সবাই আটকানোর চেষ্টা করি এতে করে তার হাতে থাকা কোদাল তার নিজের মাথায় লাগে আহত হয়েছে।
প্রতিপক্ষের জনৈক প্রতিবেশী জানান, গ্রামের ছোট-খাটো বিষয় আমরাও এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে সামাজিক ভাবে মীমাংসা চেষ্টা করছি।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, মারামারির বিষয়ে আহত অবস্থায় একজনকে থানায় নিয়ে আসলে তাকে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, চিকিৎসা শেষে যদি থানায় অভিযোগ করেন, তাহলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.