
বিশেষ প্রতিনিধি:
হালুয়াঘাট আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা জনগণের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নয়ন ও শান্তি সমাবেশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ অক্টোবর ) বিকাল ৫টায় উপজেলার পূর্ব নড়াইল দাখিল মাদ্রাসার মাঠে নড়াইল ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হাজী মইজুদ্দিন মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়মনসিংহ -১ হালুয়াঘাট ও ধোবাউড়া আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, মাহমুদুল হক সায়েম।
আরো বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামিলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মাহমুদুল হক সায়েম বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়ে ওঠা আজকের বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল।
আজকে শেখ হাসিনার জন্যই বাংলাদেশের অর্জন এখন সারা দুনিয়ার নজরকাড়া। বঙ্গবন্ধুর সোনার বাংলায় দিনবদলের রূপকার শেখ হাসিনার সরকার বারবার দরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতার বিকল্প নেই।
তিনি আরো বলেন হালুয়াঘাট -ধোবাউড়া উপজেলা উন্নয়নে কাজ করার লক্ষ্যে আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আমি সকলের সহযোগিতা নিয়ে উন্নয়নে বঞ্চিত অবহেলিত মানুষের পাশে থেকে উন্নয়নে কাজ করতে চাই।
Leave a Reply