পলাশবাড়ী গাইবান্ধা:.....
আল কাদরি কিবরিয়া সবুজ:
গাইবান্ধার পলাশবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্ম দিন এবং শেখ রাসেল দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ গোলচত্বরে শেখ রাসেলের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা ও আওয়ামী লীগের পক্ষে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য র্যালী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ টাউন হলরুমে এক আলোচনা অনুষ্ঠিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চূয়ালির মাধ্যমে জয় এসইটি সেন্টারের উদ্বোধন ঘোষণার পর স্থানীয় ভাবে জয় এসইটি স্মার্ট সেন্টারের ফলক উম্মোচন করা হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আবু বক্কর প্রধান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, সহ-সভাপতি অধ্যক্ষ ছাইফুলার রহমান তোতা চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, মোছা. আনোয়ারা বেগম, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী, পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি ফজলুল হক দুদু ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখসহ অন্যান্যরা। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন সমূহের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা উপস্থিত বক্তৃতা, কুইজ ও প্রিয় শেখ রাসেল পাওয়ারপয়েন্ট উপস্থাপনায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেখ রাসেলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
-------------------------------------------------------------------------------------------------
বকশিগঞ্জ জামালপুরঃ......
রাশেদুল ইসলাম রনি:জামালপুরের বকশীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও দিবসটি উপলক্ষে একটি বর্ণ্যাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুল মান্নান,বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা, মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমান, আইসিটি অফিসার খায়রুল বাশার উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদীন,
বকশীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আলমগীর কবীর আলমাস, মেরুরচর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দীক, বগারচর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রমাণিক, বাট্টাজোড় ইউপি চেয়ারম্যান মুকলেসুর রহমান জুয়েল তালুকদার সহ অনেকে ।পরে দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.