রাজিবপুর উপজেলা প্রতিনিধি:
আ.লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত হলেন কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার শেখ মোজাহিদুল ইসলাম মিশু।
গতকাল সোমবার (১৬ অক্টোবর) আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য সচিব ফরিদুন্নাহার লাইলী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
১৭০ জন সদস্য বিশিষ্ট এ উপ-কমিটিতে কৃষিবিদ ড. মির্জা আবদুল জলিলকে চেয়ারম্যান এবং আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লায়লীকে সদস্য সচিব করে আরও ১৬৮ জনকে করা হয়েছে সদস্য।
দায়িত্ব পেয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শেখ মোজাহিদুল ইসলাম মিশু। তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি তার আস্থার প্রতিপালন করবো ইনশাল্লাহ। যতদিন বঙ্গবন্ধু কন্যার হাতে দেশ ততদিন পথ হারাবে না বাংলাদেশ। বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। বঙ্গবন্ধু কন্যার আমলে দেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তার ধারাবাহিকতায় আবারো সরকার প্রধান হিসেবে শেখ হাসিনাকে এদেশের আপামর জনতাই চাচ্ছেন। তাই আগামী নির্বাচনে সবাইকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান সাবেক এই ছাত্রনেতা।
Leave a Reply