মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদী সীমান্ত থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৬৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ।
১৯ সেপ্টেম্বর মঙ্গলবার গভীর রাতে সীমান্তবর্তী খাড়ামোড়া এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকীর নেতৃত্বে একদল পুলিশ নিয়ে মঙ্গলবার গভীর রাতে রাণীশিমুল ইউনিয়ের খাড়ামোড়া এলাকার মজিবরের বাড়ির রাস্তার পাশে ও সোমেশ্বরী নদীর পাড়ে বালির উপরে বস্তাভর্তী ৬৪টি বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০/১২ জনের সংঘবদ্ধ মাদককারবারি দল পালিয়ে যায়।
উদ্ধারকৃত মদগুলোর মধ্যে ছিল- রয়েল স্ট্যাগ ব্র্যান্ডের হুইস্কি ২৭ বোতল, ম্যাজিক মোমেন্টস গ্রেইন ভোতকা ১৭ বোতল,স্টারলিঙ্ক রিসিভ বি-৭,২০টি।
শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
আরও পড়ুন রুহিয়া উচ্চ বিদ্যালয়ের তিনটি পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.