মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি।
শেরপুরের নকলা উপজেলার ভোগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দন্ডপ্রাপ্ত ওই ব্যাক্তির নাম মো. সোহাগ মিয়া (৩৩)। তিনি নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারামাইশা গ্রামের আব্দুল খালেকের ছেলে।
সোমবার ১৮ সেপ্টেম্বর বিকেলে ওই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে নকলা উপজেলার উরফা ইউনিয়নের ভোগাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছে এক ব্যবসায়ী।
এমন তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বান
এসময় ভোগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন দায়ে বালু মহাল ও মাটি ভরাট আইন ২০১০ এর ১১ (১) ধারা অনুযায়ী ব্যবসায়ী মো.সোহাগ মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা।
এবিষয়ে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন বলেন, যারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ফসলি জমি ও পরিবেশের ক্ষতি করবে তাদের বিরুদ্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাজিদা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ হাসিম মিয়া
(টিটু)
সহকারী বার্তা সম্পাদক:
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2023 দশানী ২৪. All rights reserved.