রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামে রাজিবপুর উপজেলাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে রাজিবপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আকবর হোসেন হিরো,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ,রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল হাই সরকার।
অনুষ্ঠানটি উপজেলা শিক্ষা অফিসার ফরহাদ হোসেনের সভাপতিত্বে সঞ্চালনা করেন,মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম।
বক্তরা তাদের বক্তব্যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির জন্য নানা দিক তুলে ধরে আলোচনা করেন। উপস্থিত সকল প্রধান শিক্ষকগণ শিক্ষার মান বৃদ্ধি জন্য শপথ করেন যাতে করে আগামীতে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটিয়ে মানুষের মতো মানুষ করে তুলতে পারেন সেই প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাখাওয়াৎ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুদ্দৌলা, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল বারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.