আল কাদরি কিবরিয়া সবুজ, স্টাফ রিপোর্টার:
গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে কমিউনিটি পুলিশিং হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন-এর সভাপতিত্বে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) নির্বাচনী আসনের সাংসদ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামাল হোসেন।
অন্যান্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইবনে মিজান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু বক্কর প্রধান, পৌরমেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব,
উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, উপজেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা,
হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ নুর-ই-আলম সিদ্দিকী, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবু তালেব সরকার তারা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, মোটর শ্রমিক সভাপতি আব্দুস সোবাহান মন্ডল বিচ্চু, প্যানেল মেয়র আসাদুজ্জামান শেখ ফরিদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি দীলিপ চন্দ্র সাহা,
পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি মনজুর কাদির মুকুল, রিপোর্টার্স ইউনিটি সভাপতি আশরাফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা, রফিকুল ইসলাম ও থানা জামে মসজিদ এর পেশ ইমাম হাফেজ মাওঃ মোস্তাফিজার রহমান রাজা।
সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) দীবাকর অধিকারী।
এসময় থানা ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অন্যান্যরা ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন বকশীগঞ্জ মরহুম বদিউজ্জামান স্মৃতি স্মরণে নৌকা বাইচ প্রতিযোগিতা উদ্বোধন
Leave a Reply