মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া মতবিনিময় সভা করেছেন।
১৩ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ এর সঞ্চালনায় এবং জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে শেরপুর জেলার সার্বিক উন্নয়নের বিভিন্ন দিক তোলে ধরে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তাদিরুল আহম্মেদ,সহকারি কমিশনার (ভুমি)আশরাফুল কবির,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুল আলম ভুইয়া,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান,উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সাংবাদিক ও ইউপি সদস্য জাহিদুল হক মনির সহ আরো অনেকে।
সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।এর আগে প্রধান অতিথিকে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেন।
আলোচনা সভা শেষে ঝিনাইগাতীর সীমান্ত জনপদের পর্যটনের স্থান সহ গুচ্ছগ্রামগুলো পরিদর্শণ করেন।
মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি -০১৯৬৭২৮৫৩১৯।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.