রাজিবপুর উপজেলা প্রতিনিধি:
কুড়িগ্রাম রাজিবপুর শাখায় সোনালী ব্যাংক পিএলসির এটিএম বুথ শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে রাজিবপুর শাখার নিচতলায় এটিএম বুথ এর শুভ উদ্বোধন করা হয়।
ফিতা কেটে এটিএম বুথের উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক মোঃ আবু সাঈদ, জেনারেল ম্যানেজার সোনালী ব্যাংক, জামালপুর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সোনালী ব্যাংক পিএলসির শেরপুর জেলা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার শ্যামল কুমার মন্ডল।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আকবর হোসেন (হিরো), উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই সরকার, ইউপি চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস, প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আজীম উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বসুন্ধরা শুভ সংঘের উপজেলা শাখা সভাপতি মোঃ শহিদুর রহমান,চরনেওজী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নুর খান, রাজিবপুর সরকারি কলেজ অবসর প্রাপ্ত প্রভাষক মোঃ লুৎফর রহমান, বক্তব্যে বক্তব্যরা বলেন সোনালী ব্যাংকের এটিএম বুথ হওয়ায় আমাদের অনেক সুবিধা হবে। এছাড়াও লেনদেন অনেকটাই সহজ উপায়ে করা যাবে।
Leave a Reply