মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি:
শেরপর সদরের পৌর শহরে দমদমা কালিগঞ্জ মহল্লায় মোটরসাইকেল চাপায় মোমেনা বেগম (৫২) নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
গ্রেফতারকৃতরা হলেন, শেরপুর পৌরসভার কর্মচারী হীরা মিয়া (৩৫) ও নওহাটা এলাকার মৃত হোসেন আলীর ছেলে মোঃ আতিক মিয়া (৩৫) গ্রেফতারকৃতদের শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, ৬ সেপ্টেম্বর রাত দশটার দিকে ভিকটিম নিজ বাসার সামনের রাস্তায় বেপরোয়া গতিতে চালিয়ে আসা মোটরসাইকেল চাপায় নিহত হন।
ঘটনার পর উক্ত মোটরসাইকেল ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায় মোটরসাইকেল চালক ও তার সহযোগী। এ ঘটনায় নিহতের স্বামী হান্নান মিয়া (৬০) বাদী হয়ে ঘাতক চালক আতিক মিয়া ও তার সহযোগী হীরা মিয়ার বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের স্কোয়াড্রন লীডার আশিক উজ্জামান ৮ সেপ্টেম্বর সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব-১৪ জানান, গতরাতে শেরপুর জেলখানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আতিক মিয়া ও হীরা মিয়াকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন রাজিবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত-১, আহত-৩
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাজিদা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ হাসিম মিয়া
(টিটু)
সহকারী বার্তা সম্পাদক:
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2023 দশানী ২৪. All rights reserved.