স্টাফ রিপোর্টারঃ দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী ভূমিহীন হরিজন জনগোষ্ঠী আবাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত করেছেন।
বুধবার (২৩ আগসষ্ট) ১১ টায় সানন্দবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ সানন্দবাড়ী উপ থানা শাখার আয়োজনে ৩১ ভূমিহীন জনগোষ্ঠী পরিবারের জন্য আবাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- শ্রীকৃষ্ণ হরিজন, শ্রী তুলসী হরিজন, শ্রী দুলাল দাস, মতি কৃষ্ণ, শ্রী স্মৃতি, শ্রী শ্যামল হরিজন, শ্রী বিশ্বনাথ হরিজন,
প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘রাজধানীসহ সারা দেশে প্রায় ১৫ লাখ হরিজন জনগোষ্ঠীর বসবাস। আমরা দেশের একটি গুরুত্বপূর্ণ কাজ পরিষ্কার-পরিচ্ছন্নতা করে মানুষের সুস্বাস্থ্য রাখার পবিত্র দায়িত্ব পালন করে আসছি, কিন্তু বাংলাদেশের নাগরিক হিসাবে এই জনগোষ্ঠী শুরু থেকেই ভূমিহীন। সানন্দবাড়ীতে নিজস্ব ভূমি না থাকায় বাজার বা অন্যের পুকুর পাড়ে বা ময়লার ভাগাড়ে অসহায় ভাবে মারাত্মক স্বাস্থ্য ঝুকি নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে আমাদের।
শ্রী সুজন হরিজন তার বক্তব্যে বলেন, ‘বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত হরিজনরা কিছু সুযোগ সুবিধা ভোগ করলেও ইউনিয়ন পর্যায়ে নিয়োজিত হরিজনদের সুযোগ সুবিধা একেবারেই কম।
‘হরিজনদের সন্তানরা স্কুলে ভর্তি হতে গেলে বিভিন্ন বাঁধার মুখে পড়ে। একই ভাবে চাকরি জীবনে, সামাজিক ও পারিবারিক জীবনে প্রতিনিয়ত হাজারো সমস্যা মোকাবেলা করে বেঁচে থাকতে হয় এ সম্প্রদায়ের লোকজনকে।
এ সময় বক্তারা হরিজন সম্প্রদায়ের ৩১ পরিবারের জন্য আবাসনের জোর দাবি জানান।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.