এম.এ.রফিক : জামালপুর সদর উপজেলার জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের পাশে শরিফপুর ইউনিয়নের বানারেরপাড় এলকায় ব্রহ্মপুত্র নদ থেকে প্রতিনিয়ত অবৈধভাবে বালু উত্তোলণ করে আসছে একটি অসাধু চক্র।
শনিবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান অবৈধ বালু উত্তোলণ বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলণের অপরাধে মোঃ মুরাদ (৫০)কে আটক করে সাত দিনের জেল ও ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে বালু উত্তোলণের সাথে সম্পৃক্ত থাকায় সেলিম মিয়া (৫০) এবং নূর উদ্দিন (৫৩)কে সাত দিনের জেল প্রদান করেন।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান বলেন, জেলা প্রশাসনের নির্দেশে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ এর ক, খ এবং ছ ধারা লঙ্ঘন করায় আসামী সেলিম মিয়া এবং নূর উদ্দিনকে সাত দিনের জেল দেওয়া হয়েছে।
এছাড়া একই আইনের ধারা লঙ্ঘন করায় মোঃ মুরাদকে সাত দিনের জেল এবং ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে। তবে এ বিষয়ে শরিফপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম বলেন, আমি নিধি এন্টারপ্রাইজের নামে সরকারিভাবে লীজ নিয়ে বালু উত্তোলণের ব্যবসা করে আসছি। অবৈধভাবে বালু উত্তোলণ করা হয়নি।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.