জি, এম ক্যাপ্টন, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে আব্দুস ছালাম নামের এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের নতুন হাট বাজারে এই দূর্ঘটনা ঘটে। মৃত ছালাম ওই ইউনিয়নের ভেলীকুড়ি গ্রামের জহির উদ্দিনের ছেলে। মৃত্যূর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্মতা ডা. এএসএম সায়েম।
স্থানীয়রা জানান, সোমবার দুপুর ১২টার দিকে নতুন হাট বাজারের একটি দোকান ঘরের টিন লাগাতে যায় কাঠ মিস্ত্রি আব্দুস ছালাম।
এসময় ঘরের চালে উঠতে গেলে হঠাৎ বিদ্যূতের তারের স্পর্শ লেগে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম সায়েম বলেন, ওই রোগী হাসপাতালে আনার পথেই মৃত্যু হয়েছে।
ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন ইসলামপুরে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি মেয়র আব্দুল কাদের সেকের নেতৃত্বে শান্তি সমাবেশ ও বিক্ষোভ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.