রাজিবপুর উপজেলা প্রতিনিধি :
রাজিবপুরে স্বাস্থ্য পরীক্ষা না কর, অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে গরুর মাংস।
রাজিবপুর বাজার,বটতলা, সরদার মার্কেট,শিবেরডাঙ্গীতে অস্বাস্থ্যকর পরিবেশে ও পশুর স্বাস্থ্য পরীক্ষা না করে বিক্রি হচ্ছে গরু,মহিষের মাংস।
তদারকির অভাবে বিক্রি করছে গাভি গরু ও মহিষ এবং একদিন আগের জবাই করা গরুর মাংস। দামেরও রয়েছে ব্যাপক তারতম্য।
এ ধরণের মাংস কিনে সাধারণ ক্রেতারা একদিকে যেমন ঠকছেন, তেমনি পড়ছেন স্বাস্থ্য ঝুঁকিতে। এ ব্যাপারে শক্তিশালী বাজার মনিটরিং ব্যবস্থাপনা কমিটি গঠন ও প্রশাসনিক তদারকি জোরদারের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।
সূত্রমতে, প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহিত করার মাধ্যমে পশু জবাই করার নিয়ম থাকলেও রাজিবপুর বাজারের বেশিরভাগ ব্যবসায়ীরা তা অনুসরণ করেন না।
তারা নিজেদের খুশিমত যেনতেন পশু জবাই করে দেদার বিক্রি করে চলছেন। যেখানে মাংস বিক্রি করা হয়, সেখানে সব সময় স্যাঁতসেতে অবস্থা বিরাজ করে।
অপরদিকে সকালে জনসম্মুখে পশু জবাইয়ের কথা থাকলেও ব্যবসায়ীরা তা অনুসরণ না করে ভোর রাতে জবাই করে থাকেন। এ কারণে অনেক ক্রেতা ষাড়ের মাংস ভেবে গাভি গরুর মাংস কিনে ঠকছেন।
এ ব্যাপারে জানতে চাইলে গরুর মাংস বিক্রেতা মোঃ আব্দুল করিম জানান, আমারা গরু জবাই করার আগে মোবাইলে ছবি তুলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মোবাইলে ছবি তুলে পাঠাই তাঁরা আমাদের কোন কাগজ পত্র দেয় না।
উপজেলা উপসকারি প্রাণিসম্পদ কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) বলেন, অনুমোদনহীন পশু জবাই হলে যদি অভিযোগ পাই তাহলে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হয়।
আরও পড়ুন শেরপুরের ঝিনাইগাতীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.