এম.এ রফিক
জামালপুরের পানিতে ডুবে শুকরিয়া,আতিয়া দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা খেলতে গিয়ে ডোবার পানিতে পরে এই দূর্ঘটনাটি ঘটে।
সোমবার সকাল সাড়ে ১১ টা দিকে জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিংগলহাটি চৌরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো—শাহবাজপুর চৌরাস্তা এলাকার সাদ্দাম হোসেনের মেয়ে শুকরিয়া (৭), এরশাদ হোসেনের মেয়ে আতিয়া (৭)। শিশু দুটি একটি কেজি স্কুলের নার্সারী ছাত্রী ছিল। সম্পর্কে শিশু দুটি চাচাতো বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু দুটি বাড়ির পাশে খেলতে গিয়েছিল। কিছুক্ষণ পর ওই দুই শিশুকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন পরিবারের লোকজন।
একপর্যায়ে বাড়ীর পিছনে ডোবার পানিতে তাঁদের অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাঁদেরকে দুপুরে স্থানীয় ভাবে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে নিয়ে আসা হলে জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক সৌমিত্র কুমার বণিক মৃত ঘোষণা করে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন,'কিছুক্ষণ আগে দুই শিশুর মৃত্যু খবর শুনেছি। ঘটনার বিষয়ে জানার জন্য পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন বকশীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.