মুহাম্মাদ লিটন ইসলাম নিজস্ব প্রতিবেদ
দিনাজপুর-রংপুর এবং দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী এক সেনা সদস্যসহ যাত্রীবাহি বাসের হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছে ১০ জন বাস যাত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের চম্পাতলী নামক স্থানে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রুহুল আমিন নামে সেনা সদস্য নিহত হয়।
রুহুল আমিন দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ধোপাকল বাঙ্গালীপুর গ্রামের জাকির হোসাইনের ছেলে। তিনি সেনাবাহিনীর ৮ম ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের একজন কর্পোরাল ছিলেন। মাইক্রোবাসটি পুলিশ আটক করলেও এর চালক পালিয়ে যায়।
অন্যদিকে দুপুর ২টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের সদর উপজেলার পাঁচবাড়ী নামক স্থানে একটি ট্রাক যাত্রীবাহি বাসকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এসময় বাসের হেলপার আবু বক্কর নিহত হয়। আবু বক্কর সদর উপজেলার উমরপাইল গোয়ালপাড়ার মৃত আস্তাব উদ্দিনের ছেলে।
এতে কমপক্ষে ১০জন বাসযাত্রী আহত হয়। আহতদের ৬ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি পুলিশ হেফাজতে নিয়েছে।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন শ্রীবরদীতে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বাষিকী সম্মেলন অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.